3 June,, 2024
BY- Aajtak Bangla
প্রখর গরমে শাক সবজি তরতাজা রাখতে যেমন ফ্রিজ বেশ কাজে আসে, ঠিক তেমনই রান্না করা খাবার ঠান্ডায় ঠিক রাখে।
ফ্রিজ তো শুধু ব্যবহার করলেই হল না, তা পরিষ্কার রাখাও জরুরি। নাহলে সেখানে বাসা বাঁধতে পারে জীবাণু।
মাত্র ৫ মিনিটেই ফ্রিজ পরিষ্কার করতে চান? তাহলে ভরসা রাখুন এই ওয়েট ওয়াইপসে। ফ্রিজের ময়লা পরিষ্কার করতে দুই একটা ওয়েট ওয়াইপসই যথেষ্ট।
ফ্রিজের তাকে যদি ঝোল পড়ে কিংবা খাবারের হলুদ দাগ বসে যায়, তাহলে এই পদ্ধতিতে খুব সহজেই সেসব পরিষ্কার হবে।
ফ্রিজ পরিষ্কার করার জন্য়ে আপনার প্রয়োজন শুধু একটি সুতির মোটা কাপড়ের টুকরো এবং এক বাটি উষ্ণ জল। এবার একটি পাত্রে পরিমাণ মতো জল নিন।
এবার ওই কাপড় দিয়ে ফ্রিজের তাকগুলি মুছে নিন। আর ফ্রিজের দেওয়ালও মুছতে ভুলবেন না। এক থেকে দু'বার মুছলেই দাগ উধাও হয়ে যাবে।
কাজে লাগাতে পারেন বেকিং সোডা। একটি পাত্রে পরিমাণ মতো বেকিং সোডার সঙ্গে সামান্য পরিমাণ জল মিশিয়ে ঘন পেস্ট বানান।
তারপরে সুতির কাপড়ে এই পেস্ট লাগিয়ে দাগের উপরে লাগিয়ে দিন।
ফ্রিজে এক টুকরো লেবু রেখে দিতে পারেন। তাহলে ফ্রিজে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা কমবে এবং সব সময়ে একটা রিফ্রেশিং ভাব অটুট থাকবে।