8 May, 2024
BY- Aajtak Bangla
তাঁর গান আজও বাঙালির প্রেম-বিরহের সঙ্গী। বাঙালি প্রেমে পড়লে রবির সহায় হয়। প্রেম ভাঙলেও রবি-গানই দেয় সান্ত্বনা। তেমনই ৯ গান রইল।
প্রেমে পড়লেই বাঙালি গায়- 'কেটেছে একেলা বিরহের বেলা, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে'।
প্রেমপ্রস্তাব দিতে কবির শরণাপন্ন হোন। গেয়ে ফেলুন- 'এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়'।
গদগদে প্রেমে গায়- 'আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে'
প্রেমে আছে স্বাধীনতা- 'যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস। তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো'।
আকুল হৃদয়ের কথা-'ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-- তোমার মনের মন্দিরে'।
কবি লিখে গিয়েছেন,'তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা'।
প্রেমিকার মান ভাঙাতে-'বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না। মম মন বুঝে দেখো মনে মনে--মনে রেখো, কোরো করুণা'।
একতরফা প্রেম। শেষ বিদায়ে প্রেমিক রেখে গেলেন রবির গান।-'দিয়ে গেনু বসন্তের এই গানখানি, বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি'।
বিয়ের পর বাঙালি গায়- 'হে সখা, মম হৃদয়ে রহো। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো'।