08 May, 2025
BY- Aajtak Bangla
‘জন গণ মন’ জাতীয় সঙ্গীত নিয়ে দীর্ঘদিন ধরেই একটি বিতর্ক চলে আসছে—এটি কি সত্যিই ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জকে উদ্দেশ করে লেখা হয়েছিল?
রবীন্দ্রনাথ ঠাকুর ‘জন গণ মন’ গানটি লেখেন ১৯১১ সালের ২৭ ডিসেম্বর। এটি প্রথম গাওয়া হয় কংগ্রেস অধিবেশনে, কলকাতায়।
ওই একই সময় ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ ভারত সফরে আসেন। ফলে অনেকেই ভেবেছিলেন, গানটি তাঁর উদ্দেশ্যেই লেখা।
রবীন্দ্রনাথ নিজেই পরে লিখেছিলেন, গানটি ব্রিটিশ সম্রাটকে নয়, "ভারতের ভাগ্যবিধাতা"—অর্থাৎ সাধারণ জনগণ ও তাঁদের আশা–আকাঙ্ক্ষাকেই উদ্দেশ করে লেখা।
অনেকে ভেবেছিলেন এটা সম্রাটের উপাধি, কিন্তু রবীন্দ্রনাথের ভাষ্যে, এটি ঈশ্বর বা দেশের জনসাধারণের প্রতি শ্রদ্ধার প্রতীক।
গানটির শব্দচয়ন (যেমন "অধিনায়ক", "জয় হে") বেশ আনুষ্ঠানিক, যা সম্রাট-বন্দনার মতো শোনায়। তবে রবীন্দ্রনাথ তা আধ্যাত্মিক ও জাতীয় ভাবনায় ব্যবহার করেছিলেন।
১৯৫০ সালের ২৪ জানুয়ারি ‘জন গণ মন’কে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়—ব্রিটিশবন্দনার কারণে নয়, বরং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে।
রবীন্দ্রনাথ ‘জন গণ মন’ রচনা করেছিলেন ভারতের আত্মিক ঐক্য, জনগণের গৌরব এবং ভবিষ্যতের সম্ভাবনাকে উৎসর্গ করে—not to glorify a colonial king.