21th May, 2024

BY- Aajtak Bangla

চামড়ায় বলিরেখা মিলিয়ে যাবে, এই সবজি না খেয়ে মুখে মাখুন

ত্বকের জেল্লা বাড়াতে বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করি। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। 

তবে সারা বছর জেল্লাদার ত্বক পেতে কিন্তু প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখাই ভাল। দুধ, বেসন, দই, মধু— ত্বকের নানা সমস্যা দূর করতে এই উপাদানগুলি প্রায়শই ব্যবহার করা হয়।

কিন্তু জানেন কি ত্বকের যত্নে মুলো দারুণভাবে কাজ দেয় আর আপনার ত্বক হয়ে ওঠে একেবারে শিশুদের মতো।

মুলোয় ভাল মাত্রায় ভিটামিন সি, জিঙ্ক, ফসফরাস এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে। এই উপাদানটি শুষ্ক ত্বকের নানা সমস্যা দূর করতে কাজে আসে।

মুলো বলিরেখা দূর করে যৌবন ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়াও মূলো ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয়, ত্বক ভিতর থেকে উজ্জ্বলও হয়।

এ ছাড়া মূলোয় অ্যান্টিইমফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ থাকে। ত্বক পরিচর্যায় মূলো ব্যবহার করলে ত্বকে ব্যক্টেরিয়ার সংক্রমণ ঠেকানো সম্ভব।

ত্বকে কোনও র‌্যাশ হলে তাও ঠিক হয়ে যায় মুলোর গুণে।

ফেসপ্যাক মুলো, অলিভ অয়েল আর মধু একসঙ্গে মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন। এ বার মিশ্রণটি ১০ মিনিট মুখে মেখে রাখুন। মিনিট দশেক পর জল দিয়ে ধুয়ে নিন। এই প্যাক নিয়মিত ব্যবহার করতে পারলে ভাল।

টোনার মুলো সামান্য জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন। এ বার রস চিপে স্প্রে বোতলে ভরে রাখুন। গন্ধ কাটানোর জন্য রসের মধ্যে পছন্দের এসেনশিয়াল অয়েল দিয়ে দিতে পারেন।

রাতে ভাল করে মু‌খ পরিষ্কার করে এই টোনার মুখে স্প্রে করে ঘুমিয়ে পড়ুন। মুখে উন্মুক্ত রন্ধ্র (ওপেন পোরস) থাকলে সেই সমস্যা দূর হবে।