BY- Aajtak Bangla

বালিশের নীচে মুলো রেখে নাক ডেকে ঘুমোন, তারপরই আসল খেলা হবে

20th April, 2024

বাস্তুশাস্ত্রে শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তু অনুসারে, বাড়িতে রাখা সমস্ত কিছুতে ইতিবাচক ও নেতিবাচক শক্তি রয়েছে, যা বাড়ির সদস্যদের উপর প্রভাব পড়ে।

অনেক সময় এমন হয় যে সব শক্তি দিয়েই কাজ করা হোক না কেন, সেই কাজ কখনও সাফল্যই পায় না।

যদি লক্ষ লক্ষ প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য না পান বা আপনার কাজে বারবার বাধা আসে, তাহলে বাস্তুশাস্ত্রের কিছু বিশেষ টিপস অবলম্বন করতে পারেন।

অনেকেরই জন্মছকে রাহুর দোষ থাকে। আর সেই দোষের কারণে অনেকের কাজই বিগড়ে যায়।

তবে এই রাহুদোষ থেকে মুক্তি পাওয়ার একটি সহজ বাস্তু উপায় রয়েছে। যেটা করলে সহজেই এই দোষ থেকে মুক্তি পেতে পারেন।

আর এই বাস্তু উপায়ের জন্য শুধু দরকার একটা মুলো। আর কিছুই লাগবে না।

বাস্তুশাস্ত্র অনুসারে রাতে বালিশের নীচে মুলো রেখে ঘুমানো ভালো বলে মনে করা হয়।  

সকালে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে এই মুলো অর্পণ করলে রাহুর দোষ দূর হয়।

রাহু প্রসন্ন হলে আপনার সব কাজ থেকে বাধা কেটে যাবে। তাহলে রাতে শোওয়ার আগে অবশ্যই এই কাজ করুন।