09 May, 2025
BY- Aajtak Bangla
রাফাল যুদ্ধবিমান তৈরি করেছে ফ্রান্সের সংস্থা Dassault Aviation। ভারত এই বিমান কিনেছে।
রাফাল ম্যাক ১.৮ থেকে ২ পর্যন্ত গতি তুলতে পারে, অর্থাৎ ঘণ্টায় প্রায় ২,২০০ কিমি পর্যন্ত উড়তে পারে!
রাফাল একসঙ্গে ফাইটার, রিকনেসেন্স (গুপ্তচর), গ্রাউন্ড অ্যাটাক এবং নিউক্লিয়ার স্ট্রাইক—সব দায়িত্ব পালন করতে পারে।
রাফালে লাগানো আছে মেটিওর মিসাইল, স্কাল্প ক্রুজ মিসাইল ও হ্যামার বোমার মতো ভয়ঙ্কর অস্ত্র।
স্কাল্প মিসাইল দিয়ে রাফাল ৫০০ কিমি দূরের লক্ষ্যবস্তু এক ধাক্কায় ধ্বংস করতে পারে।
ভারতের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে রাফাল মোতায়েন করা হয়েছে, যেমন আম্বালা ও হাসিমারা।
রাফাল আসায় ভারতের বায়ুসেনার শক্তি বহুগুণ বেড়েছে। পাকিস্তানের বিরুদ্ধে এটি বড় ধাক্কা।
রাফালে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, AESA রাডার ও অত্যাধুনিক সেন্সর, যা একে আরও প্রাণঘাতী করে তোলে।
ভারতের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় রাফাল যুদ্ধবিমান এখন এক অগ্রণী নাম। দেশের আকাশ রক্ষায় এটি এক নির্ভরযোগ্য রক্ষক।