BY- Aajtak Bangla
11 September 2024
বর্ষা মানেই থেকে থেকে বৃষ্টি। এই মুহূর্তে প্রায় রোজদিনই বৃষ্টি হচ্ছে।
অনেকেই ছাতা নিয়ে বেরোন না। ফলে বৃষ্টি হলে ভিজে যান।
আবার ছাতা থাকলেও মুষলধারায় বৃষ্টি হলে ভিজে যান অনেকে।
সাধারণত আমরা মনে করি যে, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হতে পারে। তবে জানেন কি, বৃষ্টিতে ভিজলে দারুণ সব উপকার হয়।
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিতে ভিজলে চুল ভাল থাকে। বৃষ্টির জল চুলে ক্লিনজার হিসাবে কাজ করে।
বৃষ্টির জল গায়ে পড়লে ত্বক ভাল থাকে। ত্বকের সৌন্দর্য বাড়ে।
বৃষ্টিতে ভিজতে কানে সংক্রমণ বা ব্যথা দূর হয়।
বৃষ্টিতে ভিজলে মানসিক চাপ কমে। মানসিক অবসাদ কমে যায়।
বৃষ্টির জল খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়।