03 March, 2025

BY- Aajtak Bangla

বৃষ্টির জল খেলে শরীরে এসব হয় 

আজও ভারতের অনেক জায়গায় ঠিকমতো জল মেলে না। পানীয় জল নিয়ে নানা রকম সমস্যা দেখা দেয়।

অনেক সময় মনে হয়, বৃষ্টির সময় এত জল পড়ে, সেগুলি ব্যবহার করলে কী হয়? 

বৃষ্টির জল ধরে রেখে অনেক জায়গায় রেন ওয়াটার হার্ভেস্টিং করা হয়। চাযের কাজে লাগানো হয়।

কিন্তু বৃষ্টির জল পান করা যায় কি?  কিন্তু খান না কেন?

ছেলেবেলায় বৃষ্টির মধ্যে মাঠে ঘাটে দাপিয়ে বেড়ানোর সময় ২-৪ ফোঁটা অনেকেই খেয়েছি। কিন্তু ওই পর্যন্তই, গ্লাসে জমিয়ে খাওয়া হয়নি কখনও।

তবে এক্ষেত্রে জানেন কি? বৃষ্টির জল খেলে শরীরে ঠিক কী কী হতে পারে? জেনে নিন

আসলে দূষণের কারণে বৃষ্টির জল পান করা উচিত নয়। তাই এই জল পান করলে মারাত্মক ক্ষতি হতে পারে।

বৃষ্টির জলে অ্যাসিড থাকে। জল বাতাসের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে প্রতিক্রিয়ায় দূষিত হয়। 

এই জল পান করলে ডায়রিয়া, ইনফেকশন ও ফুসফুসের সমস্যাও হতে পারে। তবে অন্য কাজ করতে অসুবিধা নেই।