BY- Aajtak Bangla

মেয়ে, স্ত্রী বা গার্লফ্রেন্ডের রাজযোগ আছে, কীভাবে বুঝবেন? 

5th July, 2024

কারও কোষ্ঠি দেখে তার রাজযোগ সম্পর্কে জানা যায়। তবে কোষ্ঠি বিচার না করেও রাজযোগ জানা সম্ভব। 

কেউ রাজযোগের অধিকারী কি না তা বোঝা যায় তার শরীরের গঠন দেখেই। ছেলে ও মেয়ের ক্ষেত্রেই একথা প্রযোজ্য। 

আপনার স্ত্রী, মেয়ে বা গার্লফ্রেন্ডের রাজযোগ আছে কি না তা কীভাবে বুঝবেন? আসুন জেনে নিই। 

যে  মেয়ের নাকের উপরে তিল থাকে সে রাজযোগের অধিকারী। এদের সম্পদের অভাব হয় না।

মহিলাদের বাঁ হাতের তালুতে তিল, ধ্বজা, মাছ, বীণা, চক্র বা পদ্মের মতো আকৃতি থাকলে, তাঁদের রাজযোগ থাকে। 

যে মহিলার কপালের ভাঁজে অর্থাৎ যেখানে টিপ পড়েন সেখানে যদি তিল থাকে তাহলে তাঁর রাজযোগ থাকে। 

তবে ঘটিদের রান্নাঘরে আলু পোস্ত হয় একটু অন্যভাবে। আর তাই ঘটি বাড়ির পোস্তে মেলে একেবারে অন্য ধরনের স্বাদ।

কোনও  মহিলার যদি বাঁ গালে তিল থাকে তাহলেও তিনি খুব সুখী। এর অর্থ সেই মেয়েটির সুযোগ্য সন্তান হবে। 

আবার যদি কোনও মহিলার ডান গালে তিল থাকে তাহলে তার অর্থ সেই মেয়েটি  টাকা পয়সা থাকবে। এখন না থাকলেও ভবিষ্যতে হবে। 

যে স্ত্রী বা পুরুষের পায়ে চক্র ছাড়াও পদ্ম, ধনুক, রথ বা সিংহাসনের চিহ্ন থাকে তাঁরা সমগ্র জীবনে জমি-বাড়ির সুখ ভোগ করে।