BY- Aajtak Bangla
07 AUGUST 2024
রজনীগন্ধা জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এই ফুল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এছাড়া এই ফুলের নির্যাস থেতে সুগন্ধি তৈরি হয়। সারা বছরই বাজারে রজনীগন্ধার চাহিদা বেশি, এজন্যে সারা বছরই এই ফুল চাষ হয়।
তবে শীতকালে কিছুটা কম ফোটে। রজনীগন্ধার কন্দ লাগিয়ে বংশবৃদ্ধি করা হয় । মার্চ- এপ্রিল মাস কন্দ লাগানোর উপযুক্ত সময়।
রজনীগন্ধা গাছ রোপণ করলে পরিবেশ মনোরম হয়। মনও খুব ভাল থাকে।
একটি পাত্রের মধ্যেই রজনীগন্ধা চাষ করা যায়। প্রথমে মাটি, বালি এবং গোবর সার মিশিয়ে একটি পাত্র পূরণ করুন।
এরপর যে কোনও নার্সারি বা অনলাইন স্টোর থেকে রজনীগন্ধার বাল্ব কিনে মাটিতে পুঁতে দিন।
রজনীগন্ধা গাছটি এমন জায়গায় রাখুন যেখানে ৪- ৫ ঘণ্টা সূর্যের আলো পায়। রজনীগন্ধা গাছে সপ্তাহে তিনবার জল দিন।
রজনীগন্ধা গাছে পটাসিয়ামযুক্ত সার ব্যবহার করুন।
মাটিতে বাল্ব পুঁতে দেওয়ার পরে, প্রায় ৪ মাস পর গাছে রজনীগন্ধা ফুল ফুটতে শুরু করবে।