BY- Aajtak Bangla
17 August, 2024
হাতে বানানো কার্ড: ফটো প্রিন্ট করে অথবা হাতে এঁকে বোন/দিদিকে কার্ড দিতে পারেন। হাতে তৈরি উপহার সবসময়েই ভীষণ স্পেশাল।
আপনার হাতে তৈরি খাবার: কোনও স্ন্যাকস বা মিষ্টি নিজে হাতে তৈরি করুন। ইউটিউব দেখে হ্যান্ডমেড চকোলেট বানাতে পারেন। সুন্দর বক্সে সাজিয়ে দিন।
রান্নাঘরের সরঞ্জাম: আপনার বোন বা দিদিটি যদি রন্ধনপটু হন, সেক্ষেত্রে রান্নাঘরের কোনও সরঞ্জাম, যেমন দামি কড়াই, কিচেন অ্যাপ্লায়েন্স দিতে পারেন৷
হাতে আঁকা পেইন্টিং: মোটামুটি ছবি আঁকার অভ্যাস থাকলে নিজে হাতে কোনও ছবি এঁকে সেটি বাঁধিয়ে দিতে পারেন।
ইন্ডোর প্ল্যান্ট: আপনার বোন বা দিদি বাগানপ্রেমী হলে, সেক্ষেত্রে ইন্ডোর প্ল্যান্ট উপহার দিতে পারেন।
ইলেকট্রনিক আইটেম: ব্লুটুথ হেডফোন, স্মার্টওয়াচের মতো ইলেকট্রনিক আইটেম উপহার দিতে পারেন।
বই বা জার্নাল: বোনের প্রিয় লেখকের বই উপহার দিতে পারেন।
কসমেটিক্স: শীত আসছে। আপনার বোন কোন ব্র্যান্ডের কী প্রসাধনী ব্যবহার করেন তা জানার চেষ্টা করুন। সেগুলি কিনে দিন।
শাড়ি: ঢাকাই, তাঁত, হ্যান্ডলুমের শাড়ি উপহার দিতে পারেন। কোনও হালকা প্যাস্টেল শেডের কিনলে তা পছন্দ হতে বাধ্য।
ঘড়ি: কোনও ভাল ব্র্যান্ডের ঘড়ি উপহার দিতে পারেন।