8 June, 2025
BY- Aajtak Bangla
রাম তুলসী না কৃষ্ণ তুলসী, বাড়িতে কোনটা রাখা শুভ?
ভারতে নানা প্রজাতির তুলসী গাছ পাওয়া যায়। তুলসী মূলত পাঁচ প্রকারের হয়।
ভারতীয় আয়ুর্বেদে তুলসী খুবই গুরুত্বপূর্ণ। তুলসীর উপকারিতা জানেন না, এমন ভারতীয় মেলা প্রায় অসম্ভব।
তুলসীতে রয়েছে ঔষধি গুণ। রোগবালাই দূরে রাখে।
সর্দি, কাশি, ডায়েরিয়া, অনিয়মিত ঋতুস্রাব, শ্বাসকষ্টের উপশম আছে তুলসীতে।
তুলসী মূলত পাঁচ প্রকারের। ১। কৃষ্ণ তুলসী ২ । রাম তুলসি ৩। শ্বেত তুলসী ৪। বন তুলসী ৫। লেবু তুলসী।
কৃষ্ণ তুলসী-এই বিশেষ প্রজাতির তুলসী গাছের পাতা গাঢ় বেগুনি রঙের হয়। তাই একে কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসী বলা হয়
।
রাম তুলসী-রাম তুলসীর পাতা সবুজ, আকারে বেশ বড়। বাড়িতে এই তুলসী লাগানো খুবই শুভ। সুখ ও সমৃদ্ধি আসে।
শ্বেত তুলসী-বিষ্ণু তুলসী নামেও পরিচিত। এই তুলসী গাছে সাদা রঙের ফুল হয়। সে কারণেই শ্বেত তুলসী বলা হয়।
লেবু তুলসী-লেবু তুলসী গাছের পাতা লেবুপাতার মতো দেখতে হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী, এটি প্রহ্লাদ তুলসী।
বন তুলসী-বন তুলসীর গন্ধ তীব্র। এই তুলসী বাড়িতে রাখলে অমঙ্গল। অশান্তি-অ
নটনে জেরবার হবেন।
Related Stories
ঘিয়ের সঙ্গে এই ৫ খাবার খেলে পেট খারাপ হতে বাধ্য
চাউমিন আর নুডলের পার্থক্য কী? অনেকেই জানেন না
খুসকি থেকে মুক্তির সহজ উপায় জেনে নিন
জিরে আলু: রুটি বা লুচি-পরোটার সঙ্গে সেরা তরকারি