22 MAY, 2024

BY- Aajtak Bangla

খরচ নামমাত্র, ঘুরে আসুন জঙ্গল পাহাড় ঘেরা এই গ্রামে

এই প্যাচপ্যাচ গরমে ছুটি পেলেই পাহাড়ে যেতে কার না মন চায়?

তবে দার্জিলিং শহরের দূষণ, ঘিঞ্জি পরিবেশ অনেকেই এড়াতে চান। সেই কারণেই তারা দার্জিলিং-এর কাছাকাছি গ্রামে ছুটি কাটাতে চান।

সকালে ঘুম থেকে উঠে হোমস্টের জানলা খুললেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা অন্য অনেক জায়গা থেকেই দেখতে পাবেন না।

দেখবেন অপূর্ব সেই রূপ। যে রূপের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন ভ্রমণ পিপাসু মানুষ। তাদের জন্য রামধুরা একেবারে আদর্শ জায়গা।

এখানের শিবের শ্বেতশুভ্র মন্দিরে জল ঢালার জন্য জল আনতে যেতে হয় তিস্তায়। যদিও এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্রেক করে নিতে হয়।

পাহাড়ি পথ ভেঙে উঠতে হয় উপরে। রামধুরা থেকে একাধিক ট্রেকিং রুট আছে।

জঙ্গলের মধ্য দিয়ে পায়ে চলা পথ। চারপাশে কুয়াশার রহস্যময়তা। দূরের জিনিস ভাল করে বোঝা যায় না। আর এটাই ম্যাজিক রামধুরার।

এনজেপি থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারেন রামধুরা। তবে শেয়ার গাড়িতে কালিম্পং হয়ে এলে খরচ অনেকটাই কম পড়বে। কম খরচে ঘুরে আসতে পারেন রামধুরা।

এখান থেকে কাছেই এই জলসা ভিউ পয়েন্ট। একবার দেখে আসতে পারেন। ১৯৩০ সালের সেই জলসা বাংলো আজও আছে। কাঠের বাংলো যেন অতীত দিনের ফেলে আসা কথা বলে পর্যটকদের।