11 May 2025
BY- Aajtak Bangla
মে মাসের শেষ ১৫ দিনে একাধিক গ্রহ নক্ষত্রের অবস্থানে বড় পরিবর্তন আসতে চলেছে।
বিভিন্ন গ্রহের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে যে চলতি মাসের এই শেষ ১৫ দিনে নানা সমস্যা ভিড় করবে ৪ রাশির জাতকদের জীবনে।
এই সময়ের মধ্যে সূর্য বৃষ রাশিতে গোচর করবে। পাশাপাশি বৃষ রাশিতে প্রবেশ করবে বুধও।
মাসের শেষ দিন মীন ছেড়ে মেষ রাশিতে যাবে শুক্র। এই সময় মিথুন রাশিতে থাকবে বৃহস্পতি।
৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে নানা বিপদের মুখে পড়বে মেষ, মিথুন, সিংহ ও কন্যা রাশির জাতকরা।
এই ১৫ দিন নানা সমস্যায় পূর্ণ হবে মেষ রাশির জাতকদের জীবন। কেরিয়ারের দিক থেকেও কঠিন সময়ের মধ্যে পড়বেন তারা।
মে মাসের শেষ ১৫ দিনে নানা চ্যালেঞ্জের মুখে পড়বেন মিথুন রাশির জাতকরা। এই সময় পেশাগত জীবনে সমস্যা বাড়বে।
মে মাসের শেষভাগ ওঠা নামায় পূর্ণ হবে সিংহ রাশির জাতকদের জন্য। এই সময় আপনার শরীর মোটেও ভালো থাকবে না।
মে মাসের শেষ ১৫ দিনে কিছুই শুভ হবে না কন্যা রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার কাজে বারবার বাধা আসবে। নানা শারীরিক সমস্যায় নাজেহাল হতে হবে।