BY- Aajtak Bangla

রসগোল্লার রস নিংড়ে খেলে এসব উপকার হয়, জেনে রাখুন

1 Feb 2025

মিষ্টিপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের মিষ্টি হল রসগোল্লা।

যে কোনও শুভ অনুষ্ঠানে রসগোল্লা লাগেই। রসগোল্লার অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।

রসগোল্লার সঙ্গে রসগোল্লার রস খেলেও দারুণ সব উপকার পাওয়া যায়।

চা বা শরবতে চিনির বদলে রসগোল্লার রস দিলে শরীর ভাল থাকে।

 চাটনিতে রসগোল্লার রস দিলে স্বাদ বাড়ে এবং পেটও ভাল থাকে। . .

পোলাও বানানোর সময় রসগোল্লার রস দিলে টেস্টি হয়। . .

রসে ডুবিয়ে রসগোল্লা খেলে হার্ট ভাল থাকে। 

রসে টইটুম্বুর রসগোল্লা খেলে এনার্জি বাড়ে।

রসগোল্লায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালশিয়াম, যা দাঁত ও হাড়কে ভাল রাখে।