BY- Aajtak Bangla
28 NOVEMBER, 2024
কীটনাশক ব্যবহার করেও ইঁদুরের হাত থেকে নিস্তার মেলেনি? জানুন কীভাবে বাড়ি থেকে তাড়াবেন ইঁদুর।
একটি বোতলে জল ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে সব জায়গায় ছিটিয়ে দিন। এর ফলে ইঁদুর ও পোকাও চলে যাবে।
ইঁদুর, পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না। ঘরের প্রতি কোণায় পেঁয়াজ কেটে রাখুন এবং দরজা খুলে রাখুন।
পোকামাকড়ের হাত থেকে জামা- কাপড় বাঁচানোর জন্য ব্যবহৃত হয় ন্যাপথলিন।
গোলমরিচ ও লবঙ্গের গন্ধও ইঁদুরের জন্য বিষ। এর মারাত্মক ঝাঁঝ একবার ইঁদুরের শ্বাসনালীতে ঢুকলেই ফুসফুস সংকুচিত হয়।
যেখানে ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে অনেকটা বেকিং পাউডার বা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন রাতে। ইঁদুরটিকে আর খুঁজে পাবেন না।
এসেনশিয়াল অয়েল কাজে লাগাতে পারেন ইঁদুর তাড়ানোর জন্য। এই ধরণের তেলেও থাকে তীব্র গন্ধ, যা ইঁদুরের সহ্যসীমার বাইরে।
ঘর থেকে ইঁদুর বের করার সবচেয়ে পুরানো উপায় হল খাঁচা, যা বাজারে পাওয়া যায়।
ঘরবাড়ি পরিষ্কার রাখলে ইঁদুরের উপদ্রব কমবে। ঘরকে এমনভাবে সাজান, যাতে ইঁদুর বাসা বাঁধতে না পারে।