12th October, 2024

BY- Aajtak Bangla

রতন টাটা-র এই ৩ কথা মানলেই বাজিমাত, ভাগ্য বদলে যাবে 

সদ্য প্রয়াত হয়েছেন রতন টাটা। তিনি আমাদের দেশের অন্যতম সফল ব্যবসায়ী ছিলেন। রইল তাঁর বেশ কয়েকটা উক্তি।

'যদি আপনি দ্রুত সাফল্য পেতে চান তাহলে একলা চলুন। আর যদি দীর্ঘমেয়াদি সাফল্য চান তাহলে সঙ্গ নিন।'

জীবনে উত্থান পতন খুব জরুরি। ওঠানামা থাকলে তবেই ভবিষ্যৎ সুদৃঢ় হয়।

সমস্যা সেই সব মানুষের কাছেই আসে যাদের সমাধান করার ক্ষমতা রয়েছে। 

সবথেকে বড়  রিস্ক হল রিস্ক না নেওয়া।

দুনিয়া প্রয়োজন অনুসারে চলে। যতদিন আপনার প্রয়োজন থাকবে ততদিনই দাম পাবেন। 

আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াতে বিশ্বাস করি না। আমি সিদ্ধান্ত নিয়ে তাকে বাস্তবায়িত করি।

সাফল্যকে কখনও মাথায় উঠে নাচতে দেবেন না। ব্যর্থতা নিয়ে মন খারাপ করবেন না। 

কেউ যদি আপনাকে পাথর ছোড়ে তাহলে সেই পাথর দিয়ে ইমারত তৈরি করে তাদের দেখিয়ে দিন।