06 JUNE, 2023

BY- Aajtak Bangla

 জগন্নাথদেবের রথযাত্রা ২০২৩-এর দিনক্ষণ, শুভ তিথি  

ভারতবাসীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। 

 ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষভাবে পালন করা হয়। 

বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে। 

এবছর রথযাত্রা পড়েছে ২০ জুন (৪ আষাঢ়), মঙ্গলবার। দ্বিতীয়া শুরু এদিন ঘ ১১/২৫/১৩ -এ। 

উল্টো রথযাত্রার (পুনর্যাত্রা) দিন পড়েছে ২৮ জুন (১২ আষাঢ়), বুধবার। 

রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা।

স্নানযাত্রার পর নিভৃতবাস থেকে বেড়িয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব। 

আবার মনে করা হয়, দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে।

পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত।

জগন্নাথ, শুভদ্রা ও বলভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয়। যা দেখার জন্য প্রতি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী। 

কোনও ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি।