BY- Aajtak Bangla
22 May, 2025
গরমকালে কাঁচা আমের কদর শুধু খাওয়া নয়, রূপচর্চার ক্ষেত্রেও ব্যাপক। ভিটামিন A ও C সমৃদ্ধ এই ফল ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে।
কাঁচা আম বেটে, তার সঙ্গে সামান্য টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। তৈলাক্ত ত্বক হলে বেসনও মেশাতে পারেন।
আমের পেস্টের সঙ্গে ওটস গুঁড়ো ও কাঁচা দুধ বা গোলাপ জল মিশিয়ে ব্যবহার করুন।
কাঁচা আমের খোসা ও গোলাপ জল দিয়ে চোখের নিচে আলতো করে ঘষুন।
কাঁচা আমের রসের সঙ্গে নিম পাতা পেস্ট মিশিয়ে মুখে লাগান।
কাঁচা আমের রস ও মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে মুখে লাগান।
কাঁচা আমের পেস্টে লেবুর রস মিশিয়ে মুখে লাগান সপ্তাহে ২ বার।
আম, দই ও মধুর মিশ্রণে তৈরি প্যাক মুখে লাগান ২০ মিনিটের জন্য।
আমের সঙ্গে কাঁচা দুধ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন।
কাঁচা আমের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন।
কাঁচা আম ব্লেন্ড করে সরাসরি মুখে লাগালে গরমের জ্বালাভাব কমে।