BY- Aajtak Bangla

কাঁচা পেঁয়াজ কারা খাবেন না, খেলেই ভুগবেন, মাথায় রাখুন

10 APRIL, 2025

কাঁচা পেঁয়াজ আমরা অনেকেই কামড়ে খাই। সে ভাতের সঙ্গে হোক কিংবা মুড়ির সঙ্গে।

কাঁচা পেঁয়াজ

আবার, স্যালাডে কাঁচা পেঁয়াজ থাকলে খেতে খুবই ভাল লাগে।

খেতে ভাল

তবে জানেন কি কাঁচা পেঁয়াজ খেলে নানা শারীরিক সমস্যা হতে পারে। কারা খাবেন না...

কারা খাবেন না

পুষ্টিবিদদের মতে, যাঁরা আইবিএসে ভোগেন, তাঁদের কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভাল।

আইবিএস

নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।

অ্যাসিডিটি

অত্যধিক কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হতে পারে।

দুর্গন্ধ

বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে শরীরে অ্যালার্জি হতে পারে।

অ্যালার্জি

কাঁচা পেঁয়াজ খেলে চুলকানির সমস্যায় ভুগতে পারেন।

চুলকানি