30 MAY, 2024

BY- Aajtak Bangla

AC থেকে বাড়িতে লাগতে পারে বিরাট আগুন, ভুলেও করবেন না এই কাজ

নয়ডায় এসি বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগার ঘটনা সামনে এসেছে। এসি বিস্ফোরণ কীভাবে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ক্ষেত্রে, এসি বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে অতীতেও এমন অনেক ঘটনা দেখা গিয়েছে।

এই মাসের শুরুতে, বেঙ্গালুরুতে একটি ঘটনা দেখা গিয়েছিল, যেখানে একটি জুয়েলারি শোরুমে থাকা এসিতে বিস্ফোরণ হয়েছিল। কীভাবে এটা ঠেকানো যায়?

বিস্ফোরণের অনেক কারণ থাকতে পারে, যার মধ্যে একটি হল রেফ্রিজারেন্ট লিক। এসি ঠান্ডা করার জন্য রেফ্রিজারেন্টের উপর নির্ভর করে। তা ফুটো হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

রেফিরেরেন্ট ফুটো হলে, একটি স্পার্ক এসি-তে বিস্ফোরণ ঘটাতে পারে। এছাড়া শর্ট সার্কিটের কারণেও বিস্ফোরণ ঘটতে পারে।

রক্ষণাবেক্ষণের সমস্যার জন্যও দুর্ঘটনা হতে পারে। নিয়মিত এসি সার্ভিসিং না করলে তা ময়লায় ভরে যায় এবং এর কারণে অনেক অংশ নষ্ট হয়ে যেতে পারে।

এই ময়লার কারণে, সিস্টেমটি আটকে যায়, যার পরে ইউনিটটি অতিরিক্ত গরম হয়। অতিরিক্ত গরমের কারণে এসি বিস্ফোরিত হতে পারে।

সঠিক সময়ে সার্ভিসিং করা হলে এসি-র সমস্যা কোথায় তা জানতে পারবেন। সার্ভিসিং-এর জন্য একজন বিশেষজ্ঞকে ডেকে নিলে ভাল হবে।