BY- Aajtak Bangla

ভাগ্য বদলে দেবে শুকনো লঙ্কা, কীভাবে, জানুন 

15 July 2025

রান্নায় যেসব মশলা লাগে, তার মধ্যে অন্যতম হল শুকনো লঙ্কা।

শুকনো লঙ্কা

জ্যোতিষ মতে, শুকনো লঙ্কা যে কারও ভাগ্য বদলাতে পারে।

কপাল খোলে

শুকনো লঙ্কা কীভাবে ভাগ্য ফেরাবে?

কীভাবে ভাগ্য ফেরাবে

সর্ষে, তিল, নুন, ধনে প্রদীপে রেখে তাতে শুকনো লঙ্কা দিন। কর্মস্থলে এই প্রদীপ জ্বালিয়ে আরতি করলে আয় বাড়বে।

আয় বাড়বে

লাল কাপড়ে ৭টি শুকনো লঙ্কা বেঁধে নিজের কাছে রাখলে আর্থিক সমস্যা দূর হয়

আর্থিক সমস্যা

বাড়ির বাইরে কাপড়ে ৭টি শুকনো লঙ্কা বেঁধে ঝুলিয়ে দিন। এতে কুনজর থেকে পরিবারকে রক্ষা করতে পারবেন।

খারাপ নজর

৭টি শুকনো লঙ্কা মুঠোয় করে পরিবারের সদস্যদের মাথার চারপাশে ৭ বার সোজা এবং উল্টো করে ঘোরালেও কুনজর থেকে রক্ষা পাওয়া যায়।

৭ শুকনো লঙ্কা

বাস্তু মতে, চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বাড়ির চৌকাঠের বাইরে ৫টি শুকনো লঙ্কা রাখুন। সেগুলি মারিয়ে বাইরে বেরোন। এতে সাফল্য পাবেন।

৫ শুকনো লঙ্কা