9 May, 2024
BY- Aajtak Bangla
ছেলে হোক বা মেয়ে, চুল পড়া নিয়ে সবাই সমস্যায় থাকেন।
এর থেকে পরিত্রাণ পেতে, আপনি যদি প্রতিবার বাজার থেকে দামি প্রডাক্ট কেনেন, তাহলে এইবার বাড়িতেই তৈরি করে দেখুন অ্যান্টি হেয়ারফল তেল। যা লাগালে শুধু চুলের বৃদ্ধিই হবে না মজবুতও হবে। যার কারণে চুল পড়া বন্ধ হবে।
চুলও দেখাবে সিল্কি ও চকচকে। তাই এত উপকারিতায় ভরা অ্যান্টি হেয়ারফল অয়েল ঘরেই একবার বানিয়ে নিন। জেনে নিন কীভাবে তৈরি করবেন চুল পড়া প্রতিরোধী তেল।
প্রথমে এক থেকে দুই কাপ নারকেল তেল নিন। ফোটানোর জন্য গ্যাসের পাত্রে রাখুন।
এতে দুই চামচ কালোজিরের বীজ দিন। এছাড়া এক মুঠো কারি পাতা যোগ করুন। এই তিনটি জিনিস ভালো করে ফোটান।
ভালোভাবে ফোটান হলে এতে প্রায় আট থেকে দশটি জবা ফুল দিন। এই তেল ফোটানোর পর কমতে শুরু করলে গ্যাসের আঁচ বন্ধ করে তাতে অ্যালোভেরা জেল দিন। তাজা অ্যালোভেরা জেল যোগ করার চেষ্টা করুন।
ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে দিন। যাতে এই তেলে অ্যালোভেরার সব উপাদান চলে আসে। তেল ঠান্ডা হতে দিন এবং ছাঁকনি দিয়ে ফিল্টার করে স্প্রে বোতলে ভরে নিন।
অ্যান্টি হেয়ারফল অয়েল প্রয়োগ করতে, এই তেলটি চুলের গোড়ায় স্প্রে করুন এবং প্রায় দুই ঘন্টা রেখে দিন। তারপর হালকা অর্গানিক শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চুলে এই তেল লাগান। চুলের বৃদ্ধি হবে এবং চুল পড়ার কমবে, এই প্রভাব কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান হবে।