BY- Aajtak Bangla
29 January 2025
এখন অনেক বাড়িতেই ফ্রিজ থাকে। রোজকার জীবনে ফ্রিজের ব্যবহার বেড়েই চলেছে।
তবে ঘরের ফ্রিজ ঠিকমতো ব্যবহার করতে না জানলেই বিপদ ঘটতে পারে।
অনেক সময়ই এসব ভুলের কারণে ফ্রিজ ফেটে যায়। জেন রাখুন...
প্রয়োজনের চেয়ে বেশি জিনিস ফ্রিজে রাখবেন না। অতিরিক্ত জিনিস ফ্রিজে রাখলে কুলিং সিস্টেমে চাপ বাড়ে। এতে ক্ষতি হয়।
অনেক সময়ই আমরা ফ্রিজে গরম খাবার রেখে দিই। এটা কিন্তু ঠিক নয়। এতে ফ্রিজ ফেটে যেতে পারে। . .
নির্দিষ্ট সময় অন্তর ফ্রিজ পরিষ্কার করতে হবে, না হলে বিপদ ঘটতে পারে। . .
খোলা বোতলে জল ফ্রিজে রেখে দিলে কম্প্রেসারের ক্ষতি হয়।
খুব পুরনো হয়ে গেলে সেই ফ্রিজ বদলে ফেলুন। যদি ফ্রিজে বার বার সমস্যা হয়, তা হলে বদলে নেওয়াই ভাল।