প্রেমে বারবার রিজেক্টেড? ৫ কারণে...

16 May, 2023

BY- Aajtak Bangla

কোনও মেয়েকে দেখে ভালো লাগা আর মনের মধ্যে আলাদা অনুভূতি, এটাই স্বাভাবিক।

কিন্তু মনের এই অনুভূতি যখন জানাতে যান সেই মেয়েকে তখনই সমস্যা আসে।

প্রপোজ করার সময় রিজেক্ট হওয়ার ভয় সর্বদাই থেকে যায়।

অধিকাংশ সময় ছেলেদের প্রপোজাল রিজেক্ট করে দেন মেয়েরা।

আর কেন তাঁদের রিজেক্ট করা হচ্ছে সেই কারণটুকু জানার চেষ্টাও করেন না ছেলেরা।

মেয়েরা যদিও জানিয়েছেন যে ছেলেদের কিছু ছোট ছোট ভুলের কারণেই তাঁদের প্রপোজাল রিজেক্ট হয়।

ছেলেদের সেই ভুল আসলে কী আসুন জেনে নেওয়া যাক।

প্রপোজ করার আগেই মনে মনে অনেক কিছু ভেবে ওভার কনফিডেন্ট হয়ে পড়েন ছেলেরা।

কেউ যদি ওভার কনফিডেন্ট হয়ে যান সেটা তাঁর কথাবার্তা ও হাবভাবেই বোঝা যায়।

কিছু ছেলে আবার স্বাচ্ছন্দ্য বোধ না করেই প্রপোজ করে বসেন যা তাঁদের রিজেক্ট হওয়ার অন্যতম কারণ। 

রিজেক্ট হওয়ার থেকে বাঁচতে আগে পছন্দের মেয়েটিকে ভালোভাবে জানুন।

মেয়েটির আগে ভাল বন্ধু হন। তারপর ধীরগতিতে চলুন।

মেয়েদের সঙ্গে যখন কথা বলবেন খুবই মার্জিতভাবে বলুন এবং তাঁদের সামনে কোনও খারাপ ভাষা ব্যবহার করবেন না।

অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন। মেয়েরা এই ধরনের ছেলেদের পছন্দ করেন না।

অনেক সময়ই মেয়েরা এমন ছেলেদেরও রিজেক্ট করে যাদের সঙ্গে তাদের মনের মিল হয় না। তবে এটাকে খারাপভাবে না নিয়ে জীবনে এগিয়ে চলুন।