BY- Aajtak Bangla
6 December 2023
সম্পর্ক স্পর্শকাতর বিষয়। তবে সম্পর্ক সব সময় পরিণতি পায় না।
সম্পর্কের মধ্যে জটিলতা আসে, টিকিয়ে রাখাও সহজ হয় না কখনও সখনও।
আপনার সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে, টিকবে না, কীভাবে বুঝবেন ?
প্রেমের সম্পর্ক তলানিতে ঠেকলে প্রথম লক্ষণ হল ভালোবাসার অভাব। সঙ্গী আপনাকে গুরুত্ব কম দেবে।
সন্দেহের বাতাবরণ তৈরি হবে। কথায় কথায় সঙ্গী নানা বিষয়ে আপনাকে সন্দেহ করবে।
আপনার কথায় গুরুত্ব দেবে না, অবহেলা করবে। ছোটোও দেখাতে পারে।
আপনার কথা মন দিয়ে শুনতে চাইবে না। গুরুত্বহীন বোঝানোর চেষ্টা করবে আপনাকে।
পুরোনো কথা বারবার তুলে আপনাকে আঘাত করার চেষ্টা করবে।
আপনার খুব ছোটোখাট ভুল নিয়ে বারবার খোঁটা দেবে।