3 May, 2024

BY- Aajtak Bangla

যৌবনে নয় গভীর ঘনিষ্ঠতার ইচ্ছা এই বয়সেই বেশি জাগে মহিলাদের

  নারী-পুরুষের ভালোবাসা আদিম। কোন বয়সে মেয়েরা গভীর ঘনিষ্ঠতা পছন্দ করেন? 

কিশোর থেকে যৌবনে পা ফেলার সঙ্গে সঙ্গে সান্নিধ্যের ইচ্ছা তৈরি হয়। এই বয়সেই শরীরে ঢেউ খেলে।

২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যেই সবচেয়ে বেশি ইচ্ছা জাগে, এমনটা অনেকে মনে করেন। তা কিন্তু নয়।

মহিলাদের মতামত ও শরীরবৃত্তীয় ইচ্ছা-অনিচ্ছা নিয়ে একটি গবেষণাপত্র ছেপেছে।

২০ থেকে ২৩ বছরের ৭০ শতাংশ মহিলাই গভীর ঘনিষ্ঠতার সুখ উপভোগ করেন। পার্টনারের সঙ্গে ভালোবাসা পছন্দ করেন।

২৩ থেকে ৩৫ বছরের মাত্র ৪০ শতাংশই গভীর ঘনিষ্ঠতা চান। জীবনের এই পর্বে কেন কমে যায় আকাঙ্ক্ষা?

আসলে এই বয়সে কেরিয়ারের প্রতি বেশি নজর থাকায় ইচ্ছা কম থাকে। দায়দায়িত্ব এসে পড়ে।

৩৬ ও তার বেশি বয়সী মহিলাদের ক্ষেত্রে ৮০ শতাংশই ঘনিষ্ঠতার সুখ। তাঁরা নিজেদের পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠতা চান।

আসলে এই বয়সে মানুষ জীবনে সাফল্য পেয়ে যান। পাকা চাকরি, হাতে থাকে টাকা। তখন জীবন উপভোগ করতে চান। 

তবে এভাবে বয়স ধরে ঠিক বলা যায় না। কারণ সব কিছুই নির্ভর করে মানসিক ও শারীরিক সক্ষমতার উপরে। সেই সঙ্গে মনের মতো পার্টনার।