BY- Aajtak Bangla
02 AUGUST, 2024
যে কোনও মানুষের জীবনে একাধিকবার প্রেম আসতে পারে। হয়তো কারও প্রেম রয়ে যায়, আবার কারও বিচ্ছেদ হয়।
অনেকেই মুভ অন করে গেলেও, সবাই পারে না। জীবনটা কষ্ট নিয়েই কাটিয়ে দেয়।
প্রেম ছেড়ে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয় এক তরফা ভালোবাসায়।
এতে সময় যেমন নষ্ট হয়, সেরকম খুবই কষ্ট পেতে হয়। রইল কষ্ট না পাওয়ার কিছু উপায়।
মানসিক ভাবে তৈরি থাকুন যে, যার জন্য এসব করছেন, সে কিন্তু এতে সাড়া নাও দিতে পারে। তাই ভেঙে পড়লে চলবে না।
নিজের মনের কথা একদম চেপে রাখবেন না। যেভাবেই হোক আপনার ভাবনার কথা জানিয়ে দিন পছন্দের মানুষটাকে।
অপর ব্যক্তির থেকে কষ্ট পেলে সেটা চেপে রাখবেন না। মন হালকা করে নেবেন, নিজেকে সময় দিন।
ব্যর্থ হয়েছেন বলে যে নিজের যত্ন না নেওয়া বা খাবার না খাওয়ার মতো ভুল করবেন না।
আত্মবিশ্বাস হারাবেন না। নিজেকে পছন্দ মতো কাজে ব্যস্ত রাখুন। বই পড়ুন, গান শুনুন বা বন্ধু- বান্ধবের সঙ্গে সময় কাটান।
কখনও প্রেমিক বা প্রেমিকার ওপর লুকিয়ে নজর রাখবেন না। এই ধারণা বদলে ফেলুন।