6 FEBRUARY, 2025
BY- Aajtak Bangla
ভালবাসা এমন এক বিষয় যা সবাই চায়! নারী-পুরুষের প্রেমের সম্পর্কে ভালবাসা যেমন দরকার তেমন দরকার যৌনতারও! তবে মেয়েরা ঠিক কোন বয়সে সব থেকে বেশি গভীর ভালবাসা চায়! ঘনিষ্ঠ হতে চায়? গবেষণা চমকে দেবে-
নারী-পুরুষের প্রেমের সম্পর্কে যৌনতা একটা বড় ভূমিকা নিয়ে থাকে! কৈশোর থেকে যৌবন বা তার পরে কখন সব থেকে বেশি গভীর ভালবাসা ও ঘনিষ্ঠতা চায় মেয়েরা? এ নিয়ে বহু গবেষণা হয়েছে-
অনেকেই মনে করেন কৈশোর থেকে যৌবনে পা রাখার সময়েই বোধ হয় মেয়েদের সব ধেকে বেশি এই ইচ্ছে হয়! নারীর ভালবাসার ইচ্ছে বেশি থাকে, তবে গবেষণা একেবারেই অন্য কথা বলছে!
যৌবনে পা রাখার সঙ্গে সঙ্গে নানা কাজে নারীরা জড়িয়ে পড়ে! তাই গবেষণায় ধরা পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য! বিভিন্ন বয়সের নারীদের নিয়ে এই গবেষণা করা হয়! যার ফল চমকে দেবে!
জানা যাচ্ছে যৌবনে নয় মধ্য বয়সেই মহিলারা গভীর ঘনিষ্ঠতা চান! জেনে নিতে হবে কোন বয়স সেটা?
২০ থেকে ২৩ বছরে ৭০ শতাংশ মহিলা ভালবাসা ও ঘনিষ্ঠতা উপভোগ করতে চান! কিন্তু সে সময় অনেক রকম শঙ্কা থাকে তাদের মনে! তাই অনেক সময়ে পিছিয়ে যেতেও দেখা যায়!
২৩ থেকে ৩৫ বছরের মহিলাদের মধ্যে মাত্র ৩০ শতাংশ ঘনিষ্ঠতার সুখ পেতে চান! বা গভীর ভালবাসা উপভোগ করতে চান!
৩৬ থেকে বেশি বয়সী মহিলাদের ৮০ শতাংশই গভীর ভালবাসা চান! যৌনতার প্রতি এই সময় মেয়েদের টান অনেক বেশি দেখা গিয়েছে! ৪০ পেরোলেই এই ইচ্ছে আরও তীব্র হয়! অনেকেই মনে করছেন এই বয়সের মহিলারা অনেক বেশি ম্যাচিওর!
টেক্সাস ইউনিভার্সিটি বিভিন্ন বয়সের মহিলাদের নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে, যেখানে দেখা গেছে, কোন বয়সের মহিলাদের কেমন সঙ্গমের চাহিদা থাকে।
সমীক্ষায় দেখা গেছে, ২৭ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের মধ্যে যৌন চাহিদা মারাত্মক বেশি থাকে। এই বয়সের বেশিরভাগ মহিলারাই বিবাহিত হন। এই সময়টাতেই সঙ্গীর প্রতি যৌন চাহিদা ক্রমশ বাড়তে থাকে।
অন্যদিকে দাবি করা হয়েছে, ৫০-এর পর থেকে একটু একটু করে যৌন চাহিদা কমতে থাকে মহিলাদের মধ্যে। তবে ২৭ পেরোলেই সঙ্গমের প্রতি আকাঙ্খা ক্রমশ বাড়তে থাকে নারীদের।