29 JULY, 2023
BY- Aajtak Bangla
সম্বন্ধের সময় পাত্র এই ৫ কথা গোপন করছেন না তো?
মানুষের জীবনে বিয়ে একটি অন্যতম পর্ব। বিয়ে মানে একটি অটুট বন্ধন।
কিন্তু পাত্রের একটি ছোট্ট ভুলেও সাংসারিক জীবনে আসতে পারে বিপর্যয়।
সম্বন্ধের সময় পাত্রের বিভিন্ন বিষয় ভালো করে জেনে নেওয়া জরুরি।
নয়তো পরে বড়সড় সমস্যার আশঙ্কা থাকে। পাঁচটি বিষয়ে তাই আগে থেকেই প্রশ্ন করে জেনে নিন।
জেনে নিন আপনার থেকে সে কী চায়, বিয়ের আগেই সে আপনাকে ভালোবাসতে পারবে কিনা তা বুঝে নিন।
বন্ধুবান্ধব সম্পর্কে জানুন - পাত্রের বন্ধু বান্ধব কেমন সে ব্যাপারটাও জেনে নেওয়া জরুরি।
নেশা - পাত্রের কোনওরকম নেশা রয়েছে কিনা তা আগে থেকে জেনে নিন।
পুরনো সম্পর্ক - আপনার হবু বরের পুরনো সম্পর্কের প্রতি কোনও দুর্বলতা আছে কিনা জেনে নিন।
আগামী পরিকল্পনা কী: কেরিয়ার নিয়ে তাঁর আগামী পরিকল্পনা কী রয়েছে, সেটাও জেনে নিন।
Related Stories
লেবুর রস ঘষুন এভাবে, চুলের তলার চামড়া থেকে খুসকি গায়েব
বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা চান? এই ৩ জিনিস মেনে চলুন
বাড়ির কোন দিকে আছে পেয়ারা গাছ? বাস্তু নিয়ম না মানলেই...
সন্ধের মুখরোচকে জমে যাবে, এভাবে বানিয়ে ফেলুন কাঁচা আলুর পেঁয়াজি