9 May, 2025

BY- Aajtak Bangla

ফুলশয্যায় পার্টনারকে করুন এই ৯ প্রশ্ন, চরিত্র বুঝে যাবেন  

ফুলশয্য়া থেকে স্বামী-স্ত্রীর এক ঘরে থাকা শুরু হয়। ওই রাতেই ৯ প্রশ্ন করতে পারেন পার্টনারকে। কী কী? 

তুমি আমাকে কেন ভালোবাস? পার্টনার যদি সৌন্দর্য বলে তাহলে কিন্তু বিয়েতে চাপ।

তুমি আমার সঙ্গে গোটা জীবন কেন কাটাতে চাও? মিলিয়ে দেখুন জবাব।

সন্তানের নিয়ে তোমার কী ভাবনা? বিয়ের পর পরিবার পরিকল্পনায় এটা কাজের প্রশ্ন।

তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কী? পার্টনারের মনের কথা প্রকাশ পায়।

জীবনে কোনও ভুল করলে কী পাশে থাকবে? এটার উত্তর পার্টনার কী দেন জেনে নিন।

বিয়ের পর কি লক্ষ্য? পার্টনার পেশাগতভাবে কী করতে চান? বা তিনি কি উচ্চশিক্ষা করবেন?

তুমি কতটা আমায় ভরসা করো? বুঝতে পারবেন পার্টনারের কতটা ভরসার যোগ্য আপনি

দায়িত্ব কে কোনটা নেবে? বাসর রাতেই জিজ্ঞেস করে নিন, সংসারে কে কোন দায়িত্ব নেবেন।

এমন কোনও কথা যা তুমি গোপন রেখেছিলে? আগে থেকে পার্টনারকে বলে দেওয়া শ্রেয়।