12 May, 2024
BY- Aajtak Bangla
মহিলাদের স্বভাব জানার জন্য কোন কোন বিষয় বিচার করা উচিত, সে বিষয় উল্লেখ পাওয়া যায় সমুদ্রশাস্ত্রে।
সমাজে নানা গুণে সমৃদ্ধ মহিলা থাকেন। আবার বাড়ির বউ করে আনার জন্য রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী মহিলারাই প্রাধান্য পেয়ে থাকেন।
অনেকের বদ্ধমূল ধারণা যে সুন্দরী পুত্রবধূই পরিবারের জন্য ভাগ্যবান প্রমাণিত হবেন। কিন্তু এমন মনে করার কোনও কারণ নেই। কারণ মানুষের স্বভাব তাঁর গুণের ওপর নির্ভর করে, রূপের ওপর নয়।
সমুদ্রশাস্ত্রে স্ত্রী ও পুরুষদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। প্রকার ও ব্যবহার ভেদে কত ধরণের স্ত্রী হন, সে সম্পর্কে সমুদ্রশাস্ত্রে বিশদ বর্ণনা রয়েছে।
স্বভাব ও লক্ষণ দেখে বিভিন্ন ধরণের মহিলাদের সম্পর্কে জেনে নিন।
পদ্মিনী স্ত্রীরা সুশীল, ধার্মিক হন। এঁরা মা-বাবার যত্ন করে থাকেন। এঁদের শরীর থেকে সুন্দর সুগন্ধ নির্গত হয়। এই মহিলাদের দৈর্ঘ্য লম্বা ও চুল কোমল হয়।
দেবতা, গন্ধর্ব ও মানুষের মন আকর্ষণে সক্ষম পদ্মিনী মহিলারা। এঁরা সৌভাগ্যবতী, অল্প সন্তানের জননী, শ্রেষ্ঠ পতিব্রতা, যোগ্য সন্তান প্রসবকারী হন।
হস্তিনী মহিলারা ভোজনরসিক হন। আবার ঝগড়ুটেও হয়ে থাকেন। এর ফলে পারিবারিক কলহ লেগেই থাকে।
চিত্রিণী মহিলারা ধর্মীয় প্রবৃত্তির হয়ে থাকেন। ৪৮ বছরই আয়ু হয় এমন স্ত্রীদের। তিনটি সন্তান প্রসব করেন এঁরা।
পুংশ্চলী স্বভাবের মহিলাদের মধ্যে নামমাত্র লজ্জা থাকে না। তাই এঁরা পরিবারের দুঃখের কারণ হয়ে দাঁড়ান। নিজের স্বামীর তুলনায় অন্যের প্রতি বেশি আকর্ষিত হন এঁরা।