23 June, 2024

BY- Aajtak Bangla

এই ৮ ধরনের নারী বা পুরুষের প্রেমে পড়বেন না, জীবন জাহান্নম হবে

প্রেম করার পর বিয়ে করেন বহু মানুষ। কিন্তু ভুল লোককে বিয়ে করলে পস্তাতে হতে হবে।

প্রেমের সম্পর্ক কত দূর এগোবে, তা বুঝে নিন সঙ্গীর ৮ আচরণ দেখেই।

কথাতেই আছে- যে শুধু খালি ভালোবাসি বলে চলে, কিন্তু কাজে নেই। পার্টনারের যত্ন নেয় না। হোয়াটসঅ্যাপে পিং করে না। এদের থেকে দূরে।   

গোপন রাখা- সম্পর্ককে গোপন রাখতে চান অনেকে। কিন্তু কয়েক মাস ধরে গোপন রাখলে সমস্যা! নির্ঘাৎ সে অন্য কাউকে ডেটিং করছে।   

অতীত ভ্রমণ- যারা প্রাক্তনের কথা বেশি বলে, প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রাখে, এড়ান এদের। এরা অতীত ছেড়ে বেরোতে পারে না।

সিরিয়াস নয়- এমন লোকের সঙ্গে প্রেম করবেন না, যে সম্পর্ক নিয়ে সিরিয়াস নয়। আপনি খালি একটা অপশন। অনুভূতি থাকে না। তাই সময় থাকতে সাবধান।

সম্মান দেয় না- যে প্রকাশ্যে সঙ্গীর সঙ্গে খারাপ আচরণ করে, তাকে বিয়ে করবেন না।

 আমিত্ব-আত্মবিশ্বাস অনেক সময় অহংকার হয়ে ওঠে। নিজেকে ছাড়া অন্য কিছু দেখতে পায় না। এই ধরনের ব্যক্তিকে বিয়ে করা উচিত নয়।

অতিরিক্ত পজেসিভ- অতিরিক্ত সন্দেহপ্রবণ পার্টনার হলে ভবিষ্যতে চাপে পড়বেন। সময় থাকতে সামলে যান।

অর্থের সম্পর্ক- খালি উপহার পেতে চায়। বড় রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করে আপনার টাকায়। এই ধরনের পার্টনার থেকে দূরে।