21 July, 2024

BY- Aajtak Bangla

পার্বতীর এই ৫ গুণ মেয়েদের থাকলে ছেলেরা শিবের মতো ভালোবাসে

শিবের অর্ধাঙ্গিনী পার্বতীর রূপ দুর্গা। মাতৃশক্তির রূপ।

মহিলারা দেবীশক্তির সঙ্গে নিজেকে একাত্ম বোধ করেন। দেবীর থেকে ৫ গুণ শিখে নিন

ধৈর্য- মহাদেব ধ্যানে থাকেন। দেবী চঞ্চলা। অথচ সম্পর্ক  দুজনের সম্পর্ক আজীবনের। ধৈর্য থাকলেই এটা সম্ভব।

ধৈর্য- মহাদেব ধ্যানে থাকেন। দেবী চঞ্চলা। অথচ সম্পর্ক  দুজনের সম্পর্ক আজীবনের। ধৈর্য থাকলেই এটা সম্ভব।

ধৈর্য না থাকলে সফল হওয়া যায় না। দেবীর অসীম শক্তি। তাও যখন তখন তার প্রয়োগ করেন না।

আত্মমর্যাদা- অন্যকে সম্মান করুন কিন্তু আপনার আত্মসম্মানের সঙ্গে আপস করবেন না।

আত্মমর্যাদায় আঘাত এলেই দেবী রুদ্র রূপ ধারণ করেন। এমনকি স্বামীর বিরুদ্ধেও। চুপচাপ সহ্য করবেন না।  

নির্ভীক- পরিস্থিতি যাই হোক না কেন, মন থেকে ভয় দূর করে এর মোকাবিলা করুন। স্বামী, সন্তান বা অন্য কেউ হোক, কারও দুর্ব্যবহার সহ্য করবেন না। আপনিই শক্তিরূপা।

দয়া ও স্নেহ- দয়া এবং স্নেহ নারীর দুর্বলতা নয় বরং শক্তি। পুরুষরা এই দুটি আবেগ অনুভব করতে এবং প্রকাশ করতে পারে না যেভাবে নারীরা করে।

ভালোবাসা- কঠিন পরিস্থিতির মোকাবিলাও করা যখন পরস্পরের মধ্যে ভালোবাসা থাকে। শিব ও শক্তি পরস্পরের প্রতি বিশ্বস্ত। ভালোবাসায় পূর্ণ।