13 January, 2025

BY- Aajtak Bangla

শরীরে এই ৮ লক্ষণ থাকা মেয়েকে বিয়ে করলে পস্তাবেন: চাণক্য

কোন কোন মহিলাকে বিয়ে নয়, তা বলে গিয়েছেন চাণক্য। শারীরিক লক্ষণ দেখলেই বুঝবেন। 

পায়ের কনিষ্ঠ আঙুল বা পাশের আঙুল মাটিতে স্পর্শ করে না। অনামিকা বুড়ো আঙুলের চেয়ে বেশি বড় মেয়েদের থেকে সাবধান।

মহিলার পায়ের পিছনের অংশ খুব মোটা হলে অশুভ।  আবার খুব পাতলা বা শুষ্ক হলে অসুখ-বিসুখের লক্ষণ।

একদম রোগা উদরের নারী দারিদ্র আনে। অতিরিক্ত দৈর্ঘ্য ও বেশি মোটা পেটের নারীকে বিয়ে করা উচিত নয়।   

বেশি চওড়া কপালের নারীও বিবাহের জন্য উপযুক্ত নন। 

কোমরের নীচের অংশ বেশি ভারী এমন মহিলাকেও বিয়ে করা উচিত নয়। 

যে মহিলাদের ঠোঁটের উপর লোম থাকে, তাঁদেরও বিয়ের জন্য উপযুক্ত মনে করেননি চাণক্য। 

কানে অতিরিক্ত লোম থাকা মহিলাকেও এড়িয়ে চলুন।

এবড়ো-খেবড়ো দাঁতের মহিলাকেও বিয়ে নয়। বলে গিয়েছেন চাণক্য। 

শরীরিক লক্ষণ কারও পরিচয় হতে পারে না। তাই বিয়ের ক্ষেত্রে দেখুন মন। চাণক্য যখন লিখেছেন, তখন সমাজব্যবস্থা ভিন্ন ছিল।