14 June, 2024

BY- Aajtak Bangla

দু'জনের বয়সের ফারাক কি প্রেমে বাধা হতে পারে? 

প্রেমে কি বয়স বাধা হতে পারে? অনেক ক্ষেত্রেই বয়সে বড় কারও প্রেমে পড়ে ছেলেরা।

এমন ক্ষেত্রে সামাজিক রীতি, বাস্তবতা, সবকিছু নিয়েই প্রশ্ন ওঠে।

কিন্তু এত বাধা সত্ত্বেও বয়সের ফারাক উপেক্ষা করেই অনেকে প্রেমের সম্পর্কে জড়ান।

আত্মবিশ্বাস- অনেকে বলছেন, বয়সে বড় মহিলারা বেশি আত্মবিশ্বাসী হন। ঘর, অফিসের সব দায়িত্ব একাই সামলান। ছেলেরা সেটা পছন্দ করেন। 

যত্নবান- বয়স বৃদ্ধির সঙ্গে মহিলারা যত্নশীল হয়ে ওঠেন। ছোট-বড় প্রতিটি বিষয়ে খেয়াল রাখেন।

বুদ্ধিমত্তা- বয়সের সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে উভয়েই আর ছোটখাটো বিষয়ে রাগ করেন না।জীবনকে খুব বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখেন।

সম্পর্কের মূল্য- বয়স বাড়লে মানুষ সম্পর্কের মূল্য দিতে জানেন। সিদ্ধান্ত নিতে পারেন। সঙ্গীকে মানসিক সুখ দিতে পারেন। 

অভিজ্ঞতা- বয়স বাড়লে মানুষ আরও অভিজ্ঞ হয়। যে কোনও পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে পারেন।