13 April,, 2024
BY- Aajtak Bangla
শুরু হতে চলেছে নতুন বাংলা বছর। নববর্ষে উপহার দেওয়ার চল আছে।
নতুন বাংলা বছরে ৭ জিনিস কাউকে উপহার দেবেন না।
এই ৭ জিনিস উপহার দিলে ঘরে আসে আর্থিক অনটন। থাকে না টাকাপয়সা।
রুমাল- কাউকে রুমাল দেবেন না। এতে সম্পর্কের মধ্যে বাড়ে ভুল বোঝাবুঝি।
ঘড়ি- নববর্ষে কাউকে ঘড়ি উপহার দেবেন না। শুরু হয় খারাপ সময়। দুর্ভাগ্য সঙ্গী হয়।
ধারালো বস্তু- ছুরি, কাঁচি উপহার দেবেন না কাউকে। এতে সম্পর্কে চাপ সৃষ্টি হয়।
জুতো- নতুন বছরে কাউকে জুতো, চপ্পল উপহার দেবেন না। ঘরে আসে দারিদ্র্য আসে। প্রিয়জনকে উপহার দেবেন না।
পার্স বা ব্যাগ- হাত ব্যাগ বা পার্স কাউকে দেবেন না। আর্থিক সংকট হবে। মুখ ফেরাবে দেবী লক্ষ্মী।
মূর্তি- নববর্ষে কাউকে ভগবানের মূর্তি উপহার দেবেন না। এতে অশুভ হয়।
মানি প্ল্যান্ট- কাউকে মানিপ্ল্যান্ট উপহার দেবেন না। অর্থসংকটে ভুগবেন। খরচ বাড়বে।