30 JANUARY, 2025

BY- Aajtak Bangla

নতুন বউকে ভুলেও বলবেন না এ কথা, এখনই জেনে নিন

পুরুষ ও নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হচ্ছে ‘বিবাহ’। কারণ দাম্পত্য জীবন নিয়ে প্রতিটি মানুষের থাকে বিভিন্ন রকম আশা ও স্বপ্ন।

স্ত্রী বা স্বামীর ফেসবুক পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড জানার চেষ্টা করতে নেই।

রান্না নিয়ে নিজের মায়ের সঙ্গে বউয়ের তুলনা ভুলেও করবেন না।

খাওয়ার পর নিজের প্লেটটা না ধুয়ে স্ত্রীর জন্য রেখে দেওয়া। নিজের ময়লা-জামা কাপড় থেকে শুরু করে ময়লা জুতো, মোজা সবই স্ত্রীর জন্য রেখে দেওয়া একেবারেই উচিত নয়।

নিজেকে পুরুষ প্রমাণ করতে গিয়ে কবির সিং, অ্যানিমেলের মতো সিনেমার ব্যবহার করবেন না।

নতুন বউকে বন্ধু ভাবুন। তিনিও একজন মানুষ। তাকে সম্মান করুন। কোনওভাবেই তার মনে আঘাত দেবেন না।

নতুন বউকে বাড়ির কারও সামনে নিন্দে-মন্দ করবেন না।

স্ত্রীকে সাধারণ মানুষ না ভেবে একজন মানুষ ভাবুন। তাহলেই দেখবেন সব ঠিকঠাক এগোচ্ছে।