9 JAN, 2025
BY- Aajtak Bangla
কথা বলে মেয়েদের মুখ ফোটে না। অর্থাৎ তাঁরা তাঁদের গোপন ইচ্ছার কথা চট করে বলেন না না বোঝাতে চান না।
তবে একটু চোখ-কান খোলা রাখলেই বোঝা যায় মহিলারা কখন আদর ভালবাসা চাইছেন।
তার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই। শুধু তাদের কার্যকলাপে নজর রাখতে হয়।
যেদিন সঙ্গী বা স্ত্রীর মেলামেশা করার ইচ্ছে হবে সেদিন নানা অজুহাতে তাঁরা যৌনতা নিয়ে গল্প করেন।
শুধু তাই নয়, গোপনে নীল ছবিও দেখতে পারেন আপনার সঙ্গী।
যেদিন মেলামেশার ইচ্ছে তীব্র হবে সেদিন আপনার সঙ্গী অল্প পোশাক পরে আপনার সামনে দিয়ে ঘুরপাক খাবে। এছাড়াও অনলাইন শপিংয়ে খোলামেলা পোশাক অর্ডার করবেন।
যেদিন সঙ্গীর মেলামেশার ইচ্ছা তীব্র হবে সেদিন তাঁর গলার স্বর কম হবে, চোখ হবে মায়া জড়ানো। ঘুম ঘুম।
ওইদিন সঙ্গীরা তাঁদের পুরুষ সঙ্গীর মন খুশি করার জন্য নানা কিছু করেন। ভাল ভাল খাবার রাঁধেন, গান শোনান কিংবা একসঙ্গে সময় কাটানোর নানা প্ল্যানও তৈরি করবেন।
যেদিন মেলামেশার ইচ্ছা তীব্র হয় সেদিন বাথরুমে একটু বেশি সময় কাটান মহিলারা। নিজেকে আরও বেশি পরিচ্ছন্নও করেন। স্নানের পরে সুগন্ধীও লাগান।