BY- Aajtak Bangla
6 APRIL, 2024
নারীরা কেমন জীবনসঙ্গী চায়, সেই নিয়ে নানা মুনির নানা মত বা ধারণা।
অনেকে মনে করেন টাকা-পয়সা, আবার অনেকে মনে করেন স্মার্টনেস বা সৌন্দর্য।
তবে বিশেষজ্ঞদের মতে, পুরুষের অন্য সব গুণের মধ্যে একটি গুণ নারীদের সবচেয়ে বেশি আকর্ষিত করে।
তা হল, সহমর্মিতা বা সহানুভূতি।
অন্য মানুষের প্রতি আপনার ব্যবহার কেমন, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রেমের জন্য।
সহানুভূতির প্রতি কেন আকর্ষিত হন নারীরা? গবেষকদের মতে বহুকাল থেকেই মেয়েরা সহানুভুতিশীল পুরুষের প্রেমেই পরেন।
নারীরা নিরাপদ ও স্বাভাবিক থাকতে এইরকম পুরুষকেই বেছে নেয়।
একটি গবেষণায় দেখা গিয়েছ, যে পুরুষরা তাদের কাছাকাছি থাকা নারীদের প্রতি উচ্চমাত্রায় সহানুভূতিশীল থাকে, তারা নারীদের ১.৮ গুণ বেশি আকর্ষণ করেন।