29 JUNE, 2023
BY- Aajtak Bangla
৫ বিষয় পার্টনারের কাছে গোপনই রাখেন পুরুষরা, ঘনিষ্ঠ মুহূর্তেও
এমন অনেক রোগ আছে যা পুরুষরা নারীদের কাছে গোপন রাখেন, সম্পর্কে চিড় ধরার ভয় পান।
যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে তাঁকে সত্যি কথা জানতে হয়।
এমন অনেক কিছু থাকে যা পুরুষেরা অনেক সময় লুকিয়ে যান, আসুন জেনেনেওয়া যাক কি সেগুলো ?
টাকার অভাব - পুরুষরা আর্থিক সমস্যার কথা কোনও দিনই খোলাখুলি বলেন না। আত্মসম্মানে আঘাতের ভয়ে।
মহিলা ক্রাশ - নিজের স্ত্রী বাদেও অন্য মহিলাদের প্রতি ক্রাশ থাকতেই পারে, কিন্তু একথা বলা যায় না এতে সম্পর্কে ভাঙন ধরতে পারে।
বিরক্তিকর স্বভাব - সাধারণত প্রায়ই দেখা যায় সঙ্গিনীর কিছু স্বভাবে অপ্রসন্ন থাকেন পুরুষ। কিন্তু মুখ ফুটে বলতে পারেন না।
ইমোশন - ছেলেরা নাকি কাঁদে না। এটাই বলা হয় থাকে। আসলে তা নয়। ছেলেরা নিজেদের ইমোশন লুকিয়ে রাখে।
ব্যথা লুকিয়ে রাখে - আসলে পুরুষেরা নিজেদের ব্যথা লুকিয়ে রাখতে জানেন। যাতে সঙ্গীর মন খারাপ না হয়।
Related Stories
তেল ছাড়াই হবে চটপটা লেবুর আচার, সহজ রেসিপি
১ কেজি মাটন ম্যারিনেটের জন্য কতটা দই লাগবে? বাবুর্চির টিপস
প্রাকৃতিক ডাই, নারকেল তেলে মেশান এই পাতার গুঁড়ো
পাঁচফোড়নে কোন কোন মশলা আছে? অভিজ্ঞ রাঁধুনিরাও জানেন না