24 September, 2024

BY- Aajtak Bangla

নারী-পুরুষের সুস্থ সম্পর্কে এই ৫ চাহিদা পূরণ না হলে বিপদ

 সম্পর্কের ক্ষেত্রে নারীদের পুরুষদের মতো একই স্বাধীনতা থাকা উচিত।

মহিলারা নিজেদের জীবনের সিদ্ধান্তগুলি নিজেই নিন। 

সম্পর্ককে এগিয়ে নেওয়ার আগে এই বিষয়ে আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন।

বিয়ের পর আপনার সঙ্গীর যদি আপনার চাকরি নিয়ে সমস্যা হয়, তাহলে আগে থেকেই আপনার সঙ্গীর সঙ্গে কথা বলুন এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

আত্মবিশ্বাসী মহিলার কখনই তার কেরিয়ার নিয়ে আপস করা উচিত নয়। তাই সম্পর্কের শুরুতেই পার্টনারের সঙ্গে এই নিয়ে আলোচনা করা উচিত।

শক্তিশালী সম্পর্ক ভালোবাসা ও বিশ্বাসের উপর টেকে। সঙ্গী যদি প্রাপ্য ভালবাসা বা সম্মান না দেয়, তবে আপনার সম্পর্ক নিয়ে ভাবা উচিত।

সঙ্গীর পাশাপাশি নিজেকেও আলাদা করে কিছু সময় দিন। বন্ধুদের সঙ্গে পার্টি করা বা আপনার প্রিয় বই পড়া যা আপনাকে খুশি করে, তাই করুন। 

স্পর্শ যে কোনও সম্পর্কের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। স্পর্শ একে অপরের প্রতি অনুভূতি জাগিয়ে তোলে। 

সঙ্গীর ছোঁয়া, হাত ধরা, জড়িয়ে ধরা, কাঁধে বা বুকে মাথা রাখা আপনাকে কতটা আনন্দ দিচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখুন।