BY- Aajtak Bangla

এই সবজি যত খাবেন, তত বাসন পরিষ্কার হবে, জানেন কী ব্যাপার?

19 May, 2025

 সাবান বা স্ক্রাবেও না উঠলে? সমাধান মিলবে ঘরের ফল-সবজির খোসায়! লেবু আর আলুর খোসায় কড়াই হয়ে উঠবে একেবারে নতুনের মতো।

লেবুর খোসার অ্যাসিডিক উপাদান বাসনের দাগ ও গন্ধ দূর করতে খুবই কার্যকর।

কমলালেবু বা পাতিলেবু – যেকোনো লেবু চলবে, শুধু খোসা ব্যবহার করলেই হবে।

লেবুর খোসার সঙ্গে নুন মিশিয়ে নিন, এতে মিশাতে পারেন কিছুটা লেবুর রস।

এই মিশ্রণ দিয়ে পোড়া দাগ ঘষে ঘষে পরিষ্কার করুন, দেখবেন দাগ উধাও।

লেবু শুধু দাগ নয়, আঁশটে গন্ধও দূর করে, এবং বাসন করে তোলে চকচকে।

আলুর খোসা আরেকটি শক্তিশালী ঘরোয়া উপকরণ, পোড়া দাগ তুলতে উপকারী।

আলুর খোসার সঙ্গে নুন অথবা বেকিং সোডা মেশান, এটি একপ্রকার প্রাকৃতিক স্ক্রাবার।

পরিষ্কারের আগে পোড়া বাসন গরম জলে ভিজিয়ে রাখুন ১৫–২০ মিনিটের জন্য।

এরপর আলু+নুন মিশ্রণ দিয়ে ঘষে নিন, সহজেই উঠবে পুরনো পোড়া দাগ।

এই পদ্ধতিগুলি সম্পূর্ণ প্রাকৃতিক ও টক্সিন-মুক্ত, বাসন পরিষ্কারের পাশাপাশি পরিবেশবান্ধবও।