10 May, 2024

BY- Aajtak Bangla

১০ টাকায় হাওয়া হবে চোখের নীচের কালি, চেহারা হবে আকর্ষণীয়

চোখের নিচের কালো দাগ সহজেই ঘরোয়া উপায়ে দূর করা যায়। আপনি যদি এটি বাড়িতে সারাতে চান, তবে আমরা আপনাকে কিছু বিশেষ টিপস দিচ্ছি।

চোখের চারপাশের ত্বক কালো হয়ে যাওয়াকে ডার্ক সার্কেল বলে। বার্ধক্য, শরীরে জলের অভাব সহ অন্যান্য কারণে চোখের চারপাশে কালো দাগ তৈরি হয়।

তবে ঘুমের অভাব এবং মানসিক চাপকে ডার্ক সার্কেলের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়।

আসুন জেনো নিই ডার্ক সার্কেলের সমস্যা দূর করবেন কীভাবে? খরচ মাত্র ১০ টাকা

আলুর রসে স্টার্চ থাকে। আপনি যদি নিয়মিত আপনার ত্বকে আলুর রস লাগান, তাহলে আপনি আপনার ত্বকে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। 

এ জন্য একটি পাত্রে আলুর রস নিয়ে তুলোর সাহায্যে চোখের চারপাশে লাগান। সতর্কতা অবলম্বন করুন যাতে ভুলবশত এটি আপনার চোখে না ঢুকে যায়।

চোখের ত্বকের নীচে আর্দ্রতার অভাবেও ডার্ক সার্কেল তৈরি হয়। শসার রস দিয়ে ডার্ক সার্কেল দূর করতে পারেন। শসার রস বা শসার টুকরো চোখের উপর রাখলে উপকার পাবেন।

অ্যালোভেরা জেল সৌন্দর্যের যত্নে সেরা। কালো দাগ দূর করতে রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে অ্যালোভেরা জেল লাগান।

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে গ্রিন টি-এর সাহায্যও নিতে পারেন। আপনি আপনার গ্রিন টি ব্যাগ চোখের উপর রাখতে পারেন।