30 March, 2025
BY- Aajtak Bangla
রোজের অফিস যাওয়া হোক অথবা বিয়েবাড়ি-অনুষ্ঠান বাড়ি মেকআপ ছাড়া মহিলারা কোথাও বেরোন না।
হালকা হোক বা ভারী মহিলাদের জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ এই মেকআপ।
আর এই মেকআপ তোলার জন্য অনেকেই দামি দামি মেকআপ রিমুভার ব্যবহার করে থাকেন।
তবে এইসব কেমিক্যালযুক্ত মেকআপ রিমুভার ত্বকের জন্য একেবারেই ভাল নয়।
ত্বকের বারোটা বাজিয়ে রাখে এই কেমিক্যাল দেওয়া মেকআপ রিমুভারগুলি।
তবে বাড়িতেই খুব সহজেই মেকআপ তুলে ফেলা যায়। আর এই জিনিসটি সব বাড়িতেই থাকে।
তা হল নারকেল তেল। এই নারকেল তেল দিয়ে পুরো মুখের মেকআপ ওঠানো খুবই সহজ।
আর এতে ত্বকেরও ক্ষতি হয় না। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
প্রথমে তুলোয় করে নারকেল তেল নিয়ে পুরো মুখের মেকআপ, চোখের কাজল ও লিপস্টিক তুলে নিন।
এরপর ভাল কোনও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই ত্বক থাকবে সুন্দর ও মোলায়েম।