27 Jan 2026
BY- Aajtak Bangla
অর্থনৈতিক অবস্থা সব ব্যক্তির সমান হয় না। অনেকের আয় বেশি থাকে। অনেকের কম।
কোনও কোনও ক্ষেত্রে আবার এমনও দেখা যায়, হঠাৎ আয় কমে যায় পরিবারের রোজগেরে মানুষটির।
সেক্ষেত্রে সব থেকে বিপদে পড়তে হয় বাড়ির মহিলাকে। যিনি আসলে সংসারের হাল ধরে থাকেন।
যদি স্বামীর অর্থনৈতিক অবস্থা খারাপ হয় বা হঠাৎ করে পড়ে যায় তাহলে স্ত্রী-র কী করণীয়?
সেক্ষেত্রে স্ত্রীর সবথেকে প্রথম যে কাজটি করা উচিত সেটা হল খরচে রাশ টানা। আয় অনুযায়ী ব্যয় করা। সঙ্গে সেভিংসেরও খেয়াল রাখা।
কোনও কোনও ব্যক্তি অলস প্রকৃতির হয়ে থাকে। যদি এমনটা হয় তাহলে স্ত্রীর উচিত স্বামীকে বোঝানো।
স্বামী চেষ্টা করেও যদি উপার্জন করতে না পারে তাহলে স্ত্রী-র পাশে দাঁড়ানো দরকার। কোন বিকল্প পথে আয় করা যেতে পারে তা বিবেচনা করা উচিত।
যদি তারপরও স্বামী ব্যর্থ হন তাহলে স্ত্রী-র কোনও কাজ করা উচিত। তবে সেই কাজ ন্যায়ের পথে হতে হবে।
এসমস্ত বিষয়গুলো খেয়াল রেখে একজন স্ত্রী যদি স্বামীর পাশে দাঁড়ান তাহলে সংসার ভালোভাবে চলবে।