19 SEP, 2024

BY- Aajtak Bangla

হার্টের, হাড়ের নাকি গাইনো, সন্দীপ ঘোষ কীসের ডাক্তার ছিল?

নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ। প্রেসক্রিপশনও লিখতে পারবেন না।

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল।

কিন্তু আপনি কি জানেন সন্দীপ ঘোষ কীসের ডাক্তার ছিলেন? না জেনে থাকলে জেনে নিন।

সন্দীপ ঘোষের আদি বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। তিনি ১৯৮৯ সালে বনগাঁ হাইস্কুলে থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

পরে ডাক্তারি পড়তে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই ভর্তি হন।

১৯৯৪ সালে তিনি মেডিকেল ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০২১ সালে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন।

তার আগে তিনি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে উপাধ্যক্ষ ছিলেন।

সন্দীপ ঘোষ একজন অর্থোপেডিকস অধ্যাপক এবং সার্জেন। অর্থাৎ সাধারণ ভাষায় বলতে গেলে তিনি হাড়ের ডাক্তার ছিরেন। 

সন্দীপ ঘোষ একজন অর্থোপেডিকস অধ্যাপক এবং সার্জেন। অর্থাৎ সাধারণ ভাষায় বলতে গেলে তিনি হাড়ের ডাক্তার ছিরেন।  যদিও এখন নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ।