17 AUG, 2024

BY- Aajtak Bangla

আরজি কর হাসপাতালের 'আরজি কর' কে ছিলেন?

খবরের শিরোনামে রয়েছে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখানে ডাক্তারি পড়ুয়া মহিলাকে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে।

আপনি কি জানেন এই শিরোনামে থাকা আরজি কর মেডিকেল কলেজ আসলে কার নামে প্রতিষ্ঠিত। কে ছিলেন এই আরজি কর।

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি ভারতের প্রাচীনতম মেডিকেল কলেজগুলির মধ্যে একটি।

বিখ্যাত ভারতীয় সমাজসেবী চিকিৎসক রাধা গোবিন্দ করের নামানুসারে এর নামকরণ করা হয়েছে।

১৯১৮ সালের রাধাগোবিন্দ করের মৃত্যুর পর কলেজের নাম পরিবর্তন করে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল রাখা হয়। 

হাওড়া জেলার রামরাজাতলার কাছে বেতড় গ্রামে জন্মান রাধাগোবিন্দ করেন।

ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা ব্যবস্থাকে সুলভ্য করতে তৈরি করেছিলেন এশিয়ার প্রথম বেসরকারি মেডিক্যাল স্কুল।

নিজের জীবনের সমস্ত উপার্জন মানুষের চিকিৎসার স্বার্থেই দান করে গিয়েছিলেন রাধাগোবিন্দ কর।

তাঁর বাবা দুর্গাদাস কর ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ভার্নাকুলার বিভাগে অধ্যাপক।