BY- Aajtak Bangla
6 June 2024
সকলেই চান যাতে সবসময় যৌবন থাকে। কেউই চান না, বুড়ো হতে। বয়স বাড়লেও যাতে ইয়ং লাগে, তার জন্য অনেকে নানা কসরত করেন।
আমাদের চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয় মাথার চুল। তাই চুলের যত্ন নেওয়া খুবই জরুরি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই হয় চুল পেকে যায়, নয়তো চুল পড়ে যায়।
তাই অনেকেই নানা শ্যাম্পু, তেল ব্যবহার করেন। তবে তাতে খুব একটা লাভ হয় না। ।
বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নের জন্য চালের জল বা রাইস ওয়াটার খুবই উপকারী। . .
চালে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। যা চুলের স্বাস্থ্যের জন্য ভাল। . .
চাল ধোওয়া জল চুলের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত হয় এতে।
চাল ধোওয়া জলে রয়েছে ভিটামিন বি, ই। এতে খুশকির সমস্যা দূর হয়।
কীভাবে ব্যবহার করবেন? এক কাপ চাল নিন। এতে এক কাপ জল দিন। এরপরে ১ ঘণ্টা ওই জল ছেঁকে বোতলে ভরে দিন। ওই চাল ধোওয়া জল চুলে ব্যবহার করলে উপকার পাবেন।