13 August, 2023

BY- Aajtak Bangla

ধনী হতে চাইলে  এই ১০ ফর্মুলা  মানতেই হবে

v

বিত্তবান হতে কে না চায়! কিন্তু ধনী হতে গেলে কয়েকটি শর্ত মানতেই হবে।

ধনবান হতে গেলে অযথা টাকার অপচয় করবেন না। সঞ্চয় করেন। বিনিয়োগ করেন।

শুধুমাত্র সঞ্চয় করে ধনী হওয়া যায় না। বিনিয়োগ করুন। বিনিয়োগেই টাকা বাড়ে।  

ধনী হতে গেলে অলস হলে চলবে না। অলস ব্যক্তিরা টাকা কামাতে পারেন না।

ধনী ব্যক্তিরা গড়পড়তা ভাবেন না। তাঁদের ভাবনাচিন্তা অন্যরকম। ধনী হতে আলাদা ভাবুন।

ধনী ব্যক্তিরা কখনও হাল ছাড়েন না। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করেন। 

ধনীরা কখনও মুডের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেন না। বুদ্ধি ও ভবিষ্যৎ দেখে সিদ্ধান্ত নেন।

ধনী হতে গেলে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিলে কোনওদিন ধনী হতে পারবেন না।

ধনী ব্যক্তিরা সম্পদ বাড়ান। সম্পদ বাড়লেই আয় বাড়ে।

ধনী হলে গেলে দৃঢ়প্রতিজ্ঞ হোন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখুন। 

যাবতীয় স্বাচ্ছন্দ্য, সময়ে খাওয়া ইত্যাদি ছাড়তে হবে। নিয়ম মেনে ধনী হতে কেউ পারেন না।